Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা পর্যায়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ঃ

উপজেলা পর্যায়ে অবস্থিত উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) এর কার্যালয়ের মাধ্যমে যেসব সেবা ও সহযোগতিা প্রদান করা হয়ঃ
সমিতি/ দল(পুরুষ/মহিলা) গঠন, ঋণ গ্রহনে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্তযাবতীয় তথ্য ফরম সরবরাহ;
সদস্যসের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পূঁজি গঠনে সহায়তাকরণ;
সমিতিরে সদস্যগণকে সহজ শর্তে কৃষি উৎপাদন ও কৃষি উপকরণের জন্য (সার, বীজ, কীটনাশক এবং সেচ যন্ত্রপাতি)
ঋণ প্রদান, (ক)  সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও (খ) আবর্তক কৃষি ঋণের ব্যাবস্থা করা;
বিভিন্ন প্রকল্প/ কর্মসূচীর আওতায় অনানুষ্ঠিক দল গঠন এবং  উৎপাদনমূখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান;
আনুষ্ঠানিক সমিতির নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান করা হয়:
সমবায়ীদের উৎপাদিত শস্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং ন্যায মূল্য প্রাপ্তিতে সহায়তা;
নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ এবং যৌতুক প্রথা নির্মূলে সচেতনতা
সৃষ্টিতে সহায়তা;
সদস্যদের বয়স্ক শিক্ষা স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা ;
বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগিতা;
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে নাম মাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান;
গ্রামীন দরিদ্র মানুষেরআর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈকিত
উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ;
উপজেলা অফিসের কোন কর্মকর্তা/ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার নিকট
অফিসের উত্থাপন করা হলে তার প্রতিকার করা হবে;
উপজেলা বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে ও অফিস প্রতিশ্রুতিবদ্ধ।

আজই আপনি বি আর ডি বি’র উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার সংগে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিন।
বি আর ডি বি আপনাদের সেবায় নিয়োজিত।

সিটিজেন চার্টার 

 

পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন,আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন,সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং অব্যাহতভাবে পল্লী উন্নয়ন সম্পর্কিত গবেষণা পরিচালনার উদ্দেশ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কাজ করে যাচ্ছে।স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় দুটি বিভাগ নিয়ে গঠিত-এর একটি হল স্থানীয় সরকার বিভাগ,অপরটি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তত্ত্বাবধানে একজন সচিব এ বিভাগের নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করছেন।এ বিভাগের আওতায় রয়েছে ১টি অধিদপ্তর ও ৩টি সংস্থা- সমবায় অধিদপ্তর,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লা এবং পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া। বিআরডিবি এবং সমবায় অধিদপ্তরের রয়েছে উপজেলা পর্যন্ত সাংগঠনিক কাঠামো। বিআরডিবি মূলত সমবায় ও অনানুষ্ঠানিক দল গঠনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে বিভিন্ন আয় বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান এবং ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচন করে থাকে। সমবায় অধিদপ্তর সমবায় সংগঠনের মাধ্যমে সমন্বিত পুঁজি সৃষ্টি এবং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনায় সহযোগিতা করে। আরডিএ ও বার্ড মূলত পল্লী উন্নয়ন বিষয়ক গবেষণা,প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী উন্নয়ন বিষয়ক বিভিন্ন কৌশল উদ্ভাবন করে থাকে এবং সরকারী/বেসরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং উপকারভোগীদের প্রশিক্ষণ দিয়ে থাকে।

 

 

 

আমাদের দায়িত্ব: 

  • দেশে পল্লী উন্নয়ন বিষয়ক ভাবনাকে ধারণ করে পল্লী উন্নয়ন বিষয়ক নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়ন
  • পল্লী উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মসূচীর মধ্যে সমন্বয় সাধন এবং চাহিদার নিরিখে কর্মকৌশল প্রণয়ন
  • পল্লী উন্নয়ন বিষয়ক কর্মসূচী প্রণয়ন,বাস্তবায়ন এবং সমন্বয় সাধন
  • পল্লী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী উন্নয়নের নতুন নতুন মডেল উদ্ভাবন
  • সমবায় প্রশাসনকে সুসংগঠিত করে সমবায় আন্দোলনকে বেগবান করা।
  • বিভিন্ন প্রশিক্ষণ ইন্সটিটিউটের মাধ্যমে সমবায বিষয়ক প্রশিক্ষণ প্রদান
  • সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক আর্ন্তজাতিক ও আঞ্চলিক সংগঠনের সাথে যোগযোগ স্থাপন ইত্যাদি।

 

 

আমাদের লক্ষ্য হল: 

  • পল্লী উন্নয়ন বিষয়ে এ যাবৎ অর্জিত সাফল্যকে ধারণ করে চাহিদার নিরিখে পল্লী উন্নয়ন বিষয়ে সময়োপযোগী নতুন নতুন কৌশল উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র বিমোচন করা।
  • পল্লী উন্নয়ন বিষয়ক গবেষণা এবং প্রায়োগিক গবেষণাকে উৎসাহিত করা
  • পপল্লী উন্নয়ন সম্পর্কিত কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা এবং এ বিষয়ের সাথে সংশ্লিষ্ট  দেশীয়,আঞ্চলিক/আর্ন্তজাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে যোগসূত্র স্থাপন করা।
  • সময়ের চাহিদার সাথে সংগতি রেখে সমবায় পদ্ধতিকে যুগোপযোগী করা
  • সমবায়ীদের প্রশিক্ষণ  দানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা।
  • প্রশিক্ষণের মাধ্যমে এ বিভাগের কর্ম দক্ষতা বৃদ্ধি করা।

 

 

আমরা অঙ্গীকার করছি যে 

  • এ বিভাগের কর্মদক্ষতা যাতে আরো বৃদ্ধি পায় সেবিষয়ে সচেষ্ট থাকব
  • এ বিভাগের সকল কর্মীর মধ্যে যাতে সেবামূলক মনোভাব বৃদ্ধি পায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব
  • ব্যক্তি/বেসরকারী পর্যায়ে প্রাপ্ত পত্রের প্রাপ্তি স্বীকার নিশ্চিত করে ১৫দিনের মধ্যে তা নিষ্পত্তির চেষ্টা করব। এ সময়ের মধ্যে তা নিষ্পন্ন করা সম্ভব না হলে সেক্ষেত্রে আবেদনকারীকে অগ্রগতির বিষয়টি অবহিত করে তাকে আশ্বস্ত করব।
  • আগত ব্যক্তিদের আইনের কাঠামোর মধ্যে থেকে সহযোগিতা করব
  • অফিসে  সময়মত উপস্থিতি সহ সার্বক্ষণিক অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করব।
  • সচিবালয় নির্দেশিকায় বর্ণিত সময়সীমার মধ্যে সকল বিষয় নিষ্পত্তি করার প্রচেষ্টা নেব।
  • অবসরে যাওয়া কর্মকর্তা/কর্মচারীদের দুর্ভোগ লাঘবে এ বিভাগে প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে পেনশন কেসগুলো নিষ্পত্তি সংক্রান্ত আদেশ আবেদনকারীকে জানিয়ে দেব।
  • অফিসের পরিস্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা গ্রহণ করব
  • নিয়মিত তদারকি/পরিদর্শনের মাধ্যমে বিভিন্ন শাখার কর্মদক্ষতা বৃদ্ধির চেষ্টা করব
  • সাক্ষাৎ প্রার্থীদের বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করব।

 

 

 

অভিযোগ ও নিষ্পত্তি: 

সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে সরকারী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করছি। কোন অভিযোগ থাকলে যোগাযোগ করা যাবে-

সচিব 

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ 

টেলিফোন : ৮৮০২-৭১৬১৮১৮ 

ফ্যাক্স:৮৮০২-৭১৬২২৮৪ 

ই-মেইল:rdcdpsts@bttb.net.bd

ওয়েবসাইট:www.rdcd.gov.bd

 

ক্রমিক নং

নাম ও পদবী

ফোন নম্বর

জনসেবায় নিয়োজিত কর্মকর্তাগণের দায়িত্বাবলী

কক্ষ নং

০১।

সচিব

৭১৬১৮১৮

নির্বাহী প্রধানের দায়িত্ব পালন

কক্ষ নং-৬৩৪,ভবন নং-৭

০২।

সচিব মহোদয়ের একান্ত সচিব

৭১৬৮৯৬১

সকল বিষয়ে সচিবকে সহায়তা প্রদান

কক্ষ নং-৬৩২,ভবন নং-৭

০৩।

যুগ্ম সচিব(প্রশাসন)

৭১৬৫৭৭০

এ বিভাগ এবং দপ্তর/সংস্থা সমূহের প্রশাসনিক বিষয়াদি

কক্ষ নং-৬২৭,ভবন নং -৭

০৪।

যুগ্ম-সচিব(উন্নয়ন)

৭১৬৪৪৩৭

উন্নয়ন প্রকল্পের সকল বিষয়াদি

কক্ষ নং-৭১২,ভবন নং-৭

০৫।

উপ-সচিব(প্রশাসন)

৭১৬৮৩৮৭

এ বিভাগ, সমবায় অধিদপ্তর ও বিআরডিবির প্রশাসনিক বিষয়াদি

কক্ষ নং-৬২৯,ভবন নং-৭

০৬।

উপ সচিব(উন্নয়ন)

৭১৬৮৯৪১

উন্নয়ন প্রকল্প,বার্ড,আরডিএ  এবং বাংলাদেশ সমবায় ব্যাংক এর প্রশাসনিক বিষয়াদি

কক্ষ নং- ৬১২,ভবন নং-৭

০৭।

উপ-প্রধান

৭১৬৮২৯৪

এ বিভাগ ও দপ্তর/সংস্থার উন্নয়ন প্রকল্পের কার্যক্রম

কক্ষ নং -৬৩০,ভবন নং-৭

০৮।

সিনিয়র সহকারী সচিব

প্রশাসন শাখা-১

৯৫৭০৬৪৬

অভ্যন্তরীণ প্রশাসন,সাধারণ সেবা এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি

কক্ষ নং-৬২১,ভবন নং-৭

০৯।

উপ-সচিব

প্রশাসন শাখা-২

৯৫৬৩২১১

বিআরডিবির প্রশাসনিক কার্যক্রম ও আর্ন্তজাতিক সংস্থাসমূহের বিষয়াদি

কক্ষ নং-৭২৭,ভবন নং-৭

১০।

সিনিয়র সহকারী সচিব

প্রশাসন শাখা-৩

৭১৬০২১১

উন্নয়ন প্রকল্পের অর্থ অবমুক্তি ও প্রশাসনিক কার্যাদি এবং বাংলাদেশ সমবায় ব্যাংক সম্পর্কিত বিষয়াদি

কক্ষ নং-৬১৯,ভবন নং-৭

১১।

সিনিয়র সহকারী সচিব

প্রশাসন শাখা-৪

৯৫৫৫০১৩

বিসিএস (সমবায়) ক্যাডারের প্রশাসনিক বিষয়াদি

কক্ষ নং-৬১৭,ভবন নং-৭

১২।

সিনিয়র সহকারী সচিব

প্রশাসন শাখা-৫

৭১৬৮৭১৫

বার্ড এবং আরডিএ এর প্রশাসনিক বিষয়াদি এবং সমন্বয় সংক্রান্ত কার্যাদি

কক্ষ নং-৭০৯,ভবন নং-৭

১৩।

সিনিয়র সহকারী সচিব

প্রশাসন শাখা-৬

৯৫৫৫০১২

নিরীক্ষা কার্যক্রম এবং মিল্ক ভিটার প্রশাসনিক বিষয়াদি

কক্ষ নং-৬২৩,ভবন নং-৭

১৪।

সিনিয়র সহকারী প্রধান

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-১

৯৫৬৫০১৮

বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রণয়ন,এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠান,পিআরএস এবং আইসিটি সংক্রান্ত বিষয়াদি

কক্ষ নং-৬১৪,ভবন নং-৭

১৫।

সিনিয়র সহকারী প্রধান

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-২

৭১৬৭৬০৬

সমবায় অধিদপ্তর এবং মিল্ক ভিটার উন্নয়ন প্রকল্প সমূহ প্রক্রিয়াকরণ

কক্ষ নং-৭১৪,ভবন নং-৭

১৬।

সিনিয়র সহকারী প্রধান

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৩

৭১৬৭৬০৬

বার্ড,কুমিল্লার উন্নয়ন প্রকল্পসমূহ প্রক্রিয়াকরণ

কক্ষ নং-৭১৪,ভবন নং-৭

১৭।

সহকারী প্রধান

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৪

৯৫৫৩৬৫৯

বিআরডিবির উন্নয়ন প্রকল্প সমূহ প্রক্রিয়াকরণ এবং এনজিও সংক্রান্ত বিষয়াদি

কক্ষ নং-৬২৩,ভবন নং-৭

১৮।

সিনিয়র সহকারী প্রধান

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৫

৭১৬৭৬০২

বিআরডিবির উন্নয়ন প্রকল্পসমূহ প্রক্রিযাকরণ(আংশিক) এবং সংক্রান্ত বিষয়াদি

কক্ষ নং-৬২৪,ভবন নং-৭

১৯।

সিনিয়র সহকারী প্রধান

পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৬

৯৫৫২৭১০

আরডিএ,বগুড়ার উন্নয়ন প্রকল্পসমূহ প্রক্রিয়াকরণ

কক্ষ নং-২৩১,৬১০/এ,ভবন নং-৭

২০।

হেসাব রক্ষণ কর্মকর্তা

৭১৭৩১৭৬

আয়ন ও ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন এবং হিসাব সংক্রান্ত বিষয়াদি

কক্ষ নং-২৩১,ভবন নং-৩